অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সেরা ৩ টি ওয়েবসাইট
ছবি বিক্রি করে আয়
আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটি হচ্ছে কিভাবে আপনার ক্যাপচার ফটো মানে আপনার ইমেজ আপনি যে পিকচার ছবি সোজা কথা, এই ছবিগুলো কিভাবে আপনি আপনার ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করে আয় করতে পারেন, দেখুন আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি , ঘুরতে যাই। বিভিন্ন জায়গায় যাই এবং পছন্দ-অপছন্দ ইচ্ছা-অনিচ্ছায় আমরা কিন্তু অনেক ছবি তুলি। সেটা নিজেদের ছবি বলবো না , আমার তো নেচারের ছবি তুলি। যেমন ধরুন আপনি কক্সবাজার ঘুরতে গেছেন, সেখানে আপনি সানসেট এর ছবি তুলছেন আর কি, তারপর ধরুন যে আপনি সুন্দরবন এ ঘুরতে গেছেন সুন্দরবনের ল্যান্ডস্কেপ। এরকম আমরা যখন অনেক জায়গায় যাই, আমরা ছবি তুলি। ইভেন আপনারা কোথাও ঘুরতে না গেলেও আমরা কিন্তু কোথাও দিয়ে হাটছি, ভালো লেগেছে একটি ছবি তুলে নিলেন। অবশ্যই সেটি ন্যাচারের ছবি হতে হবে। নেচার বলুন, প্রাণী বলুন, তো এরকম অনেক ছবি আমরা কিন্তু ক্যাপচার করি, মানে তুলি আরকি, এই ক্যাপচারকৃত ছবি গুলো যদি আপনারা ইন্টারনেটে কিছু প্রসিডিউর ফলো করে আপ করেন আপনাদের এই ছবিগুলোই কিন্তু আপনাকে কখনো কখনো ইনকাম এনে দিতে পারে।
তো এরকম কিছু সাইট আজ আপনাদের সামনে নিয়ে এসেছি, এই সাইট গুলোর মাধ্যমে আপনি ক্যাপচার কৃত যে ছবিগুলো রয়েছে, এই ছবিগুলো আপনি ইন্টারনেটে সেল করতে পারেন, এবং আপনি ডলার ইনকাম করতে পারেন। যদিও জিনিসটি খুব বেশি আপনাকে হয়তো অর্থ দিবে না, তবে যদি প্রফেশনালি আপনি ছবি ক্যাপচার করেন, ডিএসএলআর দিয়ে বলেন , দেন এটার মাত্রা মানে আপনার টাকা ইনকামের ভলিয়্যুমটা অনেক বেড়ে যাবে। এটার বাইরে আপনি যে মোবাইলে যে ছবিগুলো তুলেন, এমনও হতে পারে যে মোবাইলের ছবিগুলোও আপনার অনেক দামে সেল হয়ে যাচ্ছে, যদি এক্সক্লুসিভ কোন ছবি হয়, ঠিক একটি এক্সামপল দিব আমারই অফিসের এক এডিটর তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে ট্রাভেল রিলেটেড, সে সেই ট্রাভেল এর ভিডিও করার জন্য একটি জায়গায় যায় এবং সেখানে তার ভিডিও করার জন্য নয়, সে জাস্ট মোবাইলে একটি ছবি তুলে, ছবিটি ছিল হচ্ছে দুটি শূকরছানা, সে ওই ছবি দুটি ইন্টারনেটে আপলোড করে প্রসিডিউর মেনটেন করে এবং ওই ছবিটি কোরিয়া থেকে কোন এক ভদ্রলোক কিনে নেয়। বাংলাদেশি টাকায় যার অর্থ গুলো খুবই কম যদিও ৫০ থেকে ৬০ টাকা।
তো ধরুন যে আপনি ১০০ টি ছবি এরকম করে তুলেছেন বিভিন্ন সময়, ১০০ টি ছবি যদি সেল হয়,
আপনার অজান্তেই দেখবেন যে এই ১০০ ছবি আপনি বাজার মূল কখনো কখনো এটি অনেক বেশি দামে সেল হতে পারে যদি এক্সক্লুসিভ ছবি হয়। একশো দুশো ছবির বাজার মূল্য ৩০ -৩০ হাজার টাকা পেয়ে যেতেও পারেন। ঠিক এরকম ৩ টি সাইট, যে সাইট গুলোতে আপনি আপনার পিকচার আপলোড করে বিক্রি করতে পারবেন, এরকম দশটি সাইটের পরিস্থিতি নিয়ে আজকের পোস্টটি তো চলুন আজকের পোস্টটি শুরু করি।
অনলাইনে ফটো সেল করার জন্য অসংখ্য সাইট রয়েছে, তবে আপনাদের সাথে যে তিনটা সাইট শেয়ার করব সেগুলো world-wide অনেকটাই পপুলার।
(১) আই-স্টক:
আমরা কথা বলবো আই-স্টক ওয়েবসাইট টিকে নিয়ে, এই সাইটে আপনারা ছবি আপলোড করে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে তিনটা ছবি এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। আপনার ছবির কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি এখানে একজন কন্ট্রিবিউটর হিসাবে কাজ করতে পারবেন। এখানে আই স্টক সম্পর্কে যেমনটা বলা হচ্ছে তাদের ১.৫ মিলিয়ন কাস্টমার রয়েছে, এবং তারা ২০০ টিরও বেশি কান্ট্রির সাথে কাজ করে আসছে। এবং তাদের এই সাইটে প্রায় দু’লাখ ট্যালেন্টেড কন্ট্রিবিউটর কাজ করছে, তো বুঝতেই পারছেন এখানে বিশাল কম্পিটিশনের ব্যাপার আছে, তবে যদি আপনার কাজের প্রতি আপনার কনফিডেন্স থাকে, তাহলে এই কম্পিটিশন কোন ব্যাপার না। এবং এই কন্ট্রিবিউশন সেকশনে তাদের সাইটে এপ্লাই করার পুরো প্রসেসটা দেওয়া আছে আপনারা তাদের ওয়েবসাইটে ভিজিট করেই দেখে নিবেন। এবং এই ওয়েবসাইটে আপনার প্রতি ছবি ডাউনলোড জন্য আপনি ১৫% কমিশন পাবেন। এবং স্পেশাল আমি সাজেস্ট করবো যারা ডিজাইন রিলেটেড ছবি তৈরি করে থাকেন তারা এ সাইটটিতে কাজ করতে পারেন।
(২) অ্যালামী:
এবার কথা বলব আমরা Alamy নামে আরও একটা সাইট কে নিয়ে , এই ওয়েবসাইটটি একদমই যারা বিগেনার তাদেরকে আমি এই সাইটি সাজেস্ট করব। কারণ এই সাইটে কমিশনের এমাউন্টটা অন্যান্য সাইটের তুলনায় অনেক বেশি, দেখা যাচ্ছে আপনি ৪০ থেকে ৫০ পার্সেন্ট কমিশন পেয়ে যেতে পারেন প্রতি ছবি ডাউনলোডের জন্য। এবং এই এলামী ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন, এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ সুবিধাটি রয়েছে, এবং এই সাইটে আপনারা আরো দেখতে পারবেন পার্সোনাল ইউজের জন্য ১৯ ডলার দিয়ে একটি ছবি পারচেজ করতে হচ্ছে। সো আপনার বুঝতেই পারছেন এই সাইট থেকে আপনারা কেমন ইনকাম করতে পারবেন? এবং এই এল এলামী ওয়েবসাইটটিতে অনেক বাংলাদেশ এবং ইন্ডিয়ানরা তোদের ফটোগুলো প্রোভাইড করে ইউজ পরিমান অ্যামাউন্ট ইনকাম করে নিচ্ছে, এবং এই সাইটে আপনার ছবিগুলো অ্যাপ্রভাল পাওয়ারটা অনেকটাই ইজি হবে।
(৩) শাটারস্টক:
এবার কথা বলবো Shutterstock নামের আরও একটা সাইট কে নিয়ে, এই সাইটটির ব্যাপারে আই হোপ আপনারা সকলেই জানেন, বাংলাদেশে এই ওয়েবসাইট টা অনেক বেশি পরিচিত এবং আলোচিত বলতে পারেন , এই সাইটটি তাদের ১৫ বছর ধরে স্টক ফটো প্রোভাইড করে আসছে। এবং এই সাইটে আপনি ফটোর পাশাপাশি মিউজিক এবং ভিডিও ক্লিপ আপলোড করেও ইনকাম করতে পারবেন। এবং স্টক ফটো যতগুলো সাইট রয়েছে তার মধ্যে তাদের অবস্থানে অনেকটা শীর্ষে রয়েছে। তাদের ডাটাবেজ অনুযায়ী জানা যাচ্ছে, তাদের শাটারস্টক সাইটটিতে প্রায় ২০০ মিলিয়নের বেশি ছবি আছে, এবং এই ওয়েবসাইটে কমিশনের অ্যামাউন্টটা যদিও খুবই কম, মাত্র ১৫ শতাংশ। তবে আপনার কমিশন কম হলেও দেখা যাবে এই সাইটে আপনার ছবিগুলো সেল হবে বেশি, সো যেমনটা আপনারা বুঝতে পারছেন, প্রত্যেকটা সাইটের নিজস্ব রুলস এবং কন্ডিশন রয়েছে সেগুলো আপনাকে ফুলফিল করে দেন আপনাকে এই সাইটে কাজ করতে হবে। এবং আরো একটা ব্যাপার সবাই বুঝতে পারছেন, যে প্রত্যেকটা সাইটে আমাদের ছবিগুলো কে ইন্ডিভিজুয়াল রিভিউ করা হবে, সো যদি আমাদের ছবির কোয়ালিটি ঠিকঠাক না থাকে, তাহলে আমরা এখানে কাজ করতে পারব না। আমাদের ছবিগুলো অ্যাপ্রভাল পাবে না।
আপনি মোবাইল ডিএসএলআর যে ডিভাইস ব্যবহার করেই ছবিগুলো তুলে না কেন, আপনার ছবিতে যথেষ্ট কোয়ালিটি অবশ্যই থাকতে হবে। আপনি যদি মোবাইল ব্যবহার করে ছবিগুলো তুলে থাকেন, তাহলে আপনি লাইটরুম, স্ন্যাপ, পিকচার আর্ট, এই অ্যাপ গুলো ব্যবহার করে আপনার ছবি গুলোকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। দেন আপনি ইজিলি প্রত্যেকটা সাইটেই অ্যাপ্রুভ পেয়ে যাবেন এবং আরো একটা ব্যাপার আপনি যে সাইটেই কাজ করেন না কেন, সে সম্পর্কে আপনাকে ভালো রিসার্চ করতে হবে, দেন আপনাকে এই কাজ করতে হবে এবং আমি শুধুমাত্র এই পোস্টটিতে শুধুমাত্র একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি আরো ডিটেইলস জানতে চান এই সাইট গুলো সম্পর্কে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো এই টপিকে আরও বেশ কিছু পোস্ট করার জন্য।
সর্বশেষ কথা:- তো আশা করছি আজকের এই পোস্টটি আপনার জন্য কিছুটা হলেও ইনফরমেটিভ ছিল। পোস্টটি কাজের মনে হলে পোস্ট টি অবশ্যই একটা শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ইনকাম রিলেটেড পোস্ট করতে পছন্দ করেন, তাহলে আমাদের সাইটের অন্যান্য পোস্টগুলি দেখতে পারেন। আজকের মত আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারো নতুন কোন আর্নিং রিলেটেড পোস্টে সবার সাথে সেই পর্যন্ত নিজের খেয়াল রাখুন ভালো থাকুন ধন্যবাদ।
Leave a Comment